হোম > সারা দেশ > খুলনা

যশোরে বিআরটিসি বাসে আগুন

যশোর প্রতিনিধি

দেশজুড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে যশোরে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে শহরের মণিহার এলাকায় অবস্থারত বিআরটিসি পরিবহনে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টায় বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নেতারা জানান, বিআরটিসির এই যাত্রীবাহী বাসটি শুক্রবার সকাল ৭টায় মণিহার থেকে ভোলার চর ফ্যাশানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে বাসটি শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এনে পার্কিং করে রাখেন চালক। গাড়িটিতে মোটর পার্টস তোলা হয়। এরপর চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যান। রাত পৌনে ১১টার দিকে হঠাৎ করে গাড়ির পেছনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত সাড়ে ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। 

এদিকে, বাসে আগুনের খবর পেয়ে পুলিশ, ডিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের চালক, হেলপার, প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলেন। 

বাসটির চালক মিলন হাওলাদার জানান, তিনি গাড়িটি পার্কিং করে রেখে গোসল করতে গিয়েছিলেন। এরই মধ্যে আগুনের খবর পেয়ে ছুটে আসেন। এসে দেখেন গাড়ির পেছন ও ওপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। 

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। দুর্বৃত্তরা আগুন দিল না কি গাড়িতে থাকা পাটর্স সামগ্রীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখন বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

সেকশন