Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে
প্রতীকী ছবি

নড়াইলে নাশকতা ও ভাঙচুরের মামলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামিরা পৃথক আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান ও সাবরিনা চৌধুরী তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার পৃথক তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।

কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখ, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখসহ ৩৫ নেতা-কর্মী।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

ঈদের দিন ‘মদ্যপানে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ