সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সময় তৈলকুপি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন দাস (২০) পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের হরেন্দ্র নাথ দাসের ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
প্রতিবেশী শংকর কুমার দাস জানান, কাজ শেষে গোসলের পর ভেজা গামছা শুকানোর জন্য বিদ্যুতের তারের ওপর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আহত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটকেলঘাটা নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।