Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর বিজয় (২৬) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানের গর্তের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে বিজয় নিখোঁজ ছিলেন। মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত বিজয় মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের ভাদু মল্লিক তাঁর বাঁশবাগানের পাশে ঘাস কাটতে যান। এ সময় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কাছে গিয়ে দেখেন বস্তাবন্দী অবস্থায় গর্তের পাশে কী যেন পড়ে আছে। বিকেলে একটি চায়ের দোকানে বিষয়টি জানান তিনি। এ সময় সেখানে থাকা লোকজন জানান কয়েক দিন ধরে বিজয় নামের এক যুবক এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিজয়কে হত্যা করে সেখানে পুঁতে রাখা হতে পারে ভেবে সন্ধ্যার দিকে তাঁরা মুজিবনগর থানা-পুলিশে খবর দেন। রাতেই ঘটনাস্থলে আসে মুজিবনগর থানা ও ডিবি পুলিশের একটি দল। সাড়ে ১১টার দিকে বস্তা থেকে লাশটি বের করা হয়। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন লাশটি বিজয়ের। 

ডিবির ওসি সাইফুল ইসলাম বলেন, ২৬ অক্টোবর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বিজয়। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ থাকলেও রাত থেকেই হদিস মিলছিল না। তাঁর সন্ধান চেয়ে ২৭ অক্টোবর চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওসি আরও বলেন, বিজয়কে হত্যা করে গুম করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তদন্তের কারণে এখনই তা জানানো সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক