Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে এক নববধূ ও তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কামড় দেয়। 

এ ঘটনায় মৃতরা হলেন উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মামুদানীপুর গ্রামের হাবুল বাহারের স্ত্রী কামরুন্নাহার (১৮) ও তাঁর মা জয়নব বেগম (৪৮)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু। 

চেয়ারম্যান বলেন, রাতে নববধূর কোমরে ও শাশুড়ির হাতে কিছু একটা কামড় দেয়। সাপের কামড় সন্দেহে তাঁরা রাতভর কবিরাজ-ওঝাদের চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ এবং পরে তাঁর শাশুড়ি মারা যান। 

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তাঁর স্বামীকে কোমরে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। এ সময় পাশের ঘর থেকে তাঁর শাশুড়ি জয়নব বেগমও তাঁর স্বামী আব্দুস ছাত্তারকে হাতে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। 

এরপর রাতেই শুরু হয় গ্রামের কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা। একপর্যায়ে সকাল ৬টার দিকে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আগে নববধূ ও পরে তাঁর শাশুড়ির মৃত্যু হয়। মাত্র ছয় মাস আগে মৃত জয়নব বেগমের ছোট ছেলে বাহারের সঙ্গে বিয়ে হয় কামরুন্নাহারের। 

মৃত জয়নব বেগমের বড় ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তাঁর মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও কোমরে পোকায় কামড় দেওয়ার কথা বলে। ভোরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। 

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিষধর সাপে কেটেছে। 

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ