হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে এক নববধূ ও তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কামড় দেয়। 

এ ঘটনায় মৃতরা হলেন উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মামুদানীপুর গ্রামের হাবুল বাহারের স্ত্রী কামরুন্নাহার (১৮) ও তাঁর মা জয়নব বেগম (৪৮)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু। 

চেয়ারম্যান বলেন, রাতে নববধূর কোমরে ও শাশুড়ির হাতে কিছু একটা কামড় দেয়। সাপের কামড় সন্দেহে তাঁরা রাতভর কবিরাজ-ওঝাদের চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ এবং পরে তাঁর শাশুড়ি মারা যান। 

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তাঁর স্বামীকে কোমরে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। এ সময় পাশের ঘর থেকে তাঁর শাশুড়ি জয়নব বেগমও তাঁর স্বামী আব্দুস ছাত্তারকে হাতে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। 

এরপর রাতেই শুরু হয় গ্রামের কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা। একপর্যায়ে সকাল ৬টার দিকে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আগে নববধূ ও পরে তাঁর শাশুড়ির মৃত্যু হয়। মাত্র ছয় মাস আগে মৃত জয়নব বেগমের ছোট ছেলে বাহারের সঙ্গে বিয়ে হয় কামরুন্নাহারের। 

মৃত জয়নব বেগমের বড় ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তাঁর মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও কোমরে পোকায় কামড় দেওয়ার কথা বলে। ভোরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। 

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিষধর সাপে কেটেছে। 

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার