হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে বনের খাল থেকে পানি নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগে আগুন লেগেছে। আজ শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় প্রথমে ধোঁয়া দেখা যায়।

বন বিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক অংশজুড়ে ছড়াতে না পারে সে জন্য পুড়ে যাওয়া এলাকার চার পাশ পরিষ্কার করা (ফায়ার লাইন কাটা) শুরু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে বনের খাল থেকে পানি নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, সকালে টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি পরে ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে দুই-আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

এ বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

যোগাযোগ করা হলে পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার