Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ৪৮ ঘণ্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত, ৫ বছরে সর্বোচ্চ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ৪৮ ঘণ্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত, ৫ বছরে সর্বোচ্চ 

নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গেল ৪৮ ঘণ্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. আল আমিন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নচাপের প্রভাবে গত শুক্রবার রাতে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার বিকেলে রূপ নেয় ভারী বৃষ্টিপাতে। পরে ওই দিন মধ্যরাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত দমকা জড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়।’ 

আবহাওয়া পর্যবেক্ষক মো. আল আমিন বলেন, ‘এর আগে ২০১৮ সালে ৭৯ মিলিমিটার, ২০১৯ সালে ৪৪,২০২০ সালে ৪৯,২০২১ সালের জুন মাসে ১০৫,২০২২ সালে ৬৪ ও ২০২৩ সালে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’ 

বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও জড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, খামারিসহ নিম্ন–মধ্যম আয়ের মানুষেরা। জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের ফসল, ভেসে গেছে পুকুর। ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা। 

আজ কুমারখালীর যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকী, জগন্নাথপুর ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। 

সদকী ইউনিয়নের গড়েরমাঠ এলাকায় প্রায় ২২ বিঘা জমির পুকুরে মাছ এবং পুকুরপাড়ে সবজি চাষাবাদ করেন খামারি সুজন আলী পলাশ। তিনি বলেন, ‘মাস দুই পরেই প্রায় ৩০ লাখ টাকার মাছ বিক্রির প্রত্যাশা ছিল তার। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুর ভেসে গেছে। লাউ ও ঝিঙে সবজি নষ্ট হয়েছে। মাছ ও সবজিতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। ছবি: আজকের পত্রিকা যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল গনি বলেন, ‘ভারী বৃষ্টির সঙ্গে বয়েছে দমকা হাওয়া। গত রোববার হাটে মাত্র দুইটি গরু এসেছিল। তাও বিক্রি হয়নি।’ 

অটোচালক সাগর হোসেন বলেন, ‘প্রতিদিন প্রায় ৭০০-৮০০ টাকা ভাড়া হয়। সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। পথেঘাটে তেমন মানুষ নেই। মাত্র ১১০ টাকা আয় হয়েছে।’ 

এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জড়ো হাওয়ায় ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩০ হেক্টর মাস কালাই, ৬০ হেক্টর সবজি ও ৬০ হেক্টর জমির কলা খেতের আংশিক ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস। 

নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। ছবি: আজকের পত্রিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির কারণে কিছু গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। তবে বিভিন্ন ফসলের মাঠে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা নিরসনের চেষ্টা চলছে।’

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক