Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা

বাগেরহাট প্রতিনিধি

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আজ (সোমবার) সন্ধ্যার পরেও বনের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। সম্পূর্ণ আগুন নেভাতে রাতভর কাজ করতে হবে বলে জানায় ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

আগুনে বনের কতটা এলাকা পুড়েছে, সে বিষয়ে বন বিভাগ থেকে স্পষ্ট করে কিছু না বললেও স্থানীয়রা জানান, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।

ভাটায় নদী শুকিয়ে যাওয়ার কারণে আজ বেলা দেড়টা থেকে পাম্প চালাতে পারেনি ফায়ার সার্ভিস। নদীতে জোয়ার আসায় রাত ৮টার পর আবারও পানি ছিটানো শুরু হয়েছে বলে জানান জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি এখানে ইউনিট কাজ করছে। এখানে সব থেকে বড় সংকট হচ্ছে, শুধু জোয়ারের সময় পাম্প চালানো যায়। আজকে বেলা দেড়টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হয়েছে। এখন আবার পাম্প চালু করেছি, পানি ছিটানো হচ্ছে। অল্প কিছু জায়গা থেকে ধোঁয়া উড়ছে, আশা করি, রাতে পানি দিতে পারলে সম্পূর্ণরূপে আগুন নেভানো সম্ভব হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘বনের কোথাও এখন জ্বলন্ত আগুন নেই, কিছু ধোঁয়া আছে। সেসব স্থান ও গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হচ্ছে। আজও সারা রাত কাজ চলবে। রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাঁর।

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা

এর আগে শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুনের সূত্রপাত হয়। রোববার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত্বের খোঁজ পায় বন বিভাগ।

তাৎক্ষণিকভাবে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার লাইন তৈরি করা হয়। আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ১০ একর বনভূমি পুড়ে যাওয়ার আশঙ্কা। ছবি: আজকের পত্রিকা

তবে ভোলা নদীতে পানি কম থাকা এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় নিরবচ্ছিন্নভাবে পানি ছিটাতে পারেননি ফায়ার ফাইটাররা। সে কারণে সোমবারও রাতভর কাজ করতে হবে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের।

এদিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বন বিভাগ।

ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

কানে হেডফোন দিয়ে চালাচ্ছিলেন ট্রলি, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

ঈদে খাবারের জন্য বরাদ্দ মাত্র ১৫০ টাকা

মার্চেই যশোরে তাপমাত্রা উঠল ৪১ ডিগ্রি

খুলনায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ভবন কর্তৃপক্ষের জিডি

তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ

যবিপ্রবির সাবেক ভিসি ড. আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল মা–ছেলের, হাসপাতালে বাবা