Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

আশাশুনির বেতনা নদীর চর থেকে নবজাতক উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনির বেতনা নদীর চর থেকে নবজাতক উদ্ধার


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদীর চর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নিচ থেকে স্থানীয় শ্রমিকেরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। কিন্তু উদ্ধারের কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।

স্থানীয়রা জানান, ভোরে বেতনা নদীর গুনাকরকাটি ব্রিজের পাশে শ্রমিকেরা নদীর চরে মাটি কাটতে যায়। এ সময় শ্রমিকেরা দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। তাঁরা একটি ফুটফুটে নবজাতক শিশুকে নড়া চড়া করতে দেখে। গ্রামবাসীসহ গ্রাম পুলিশ এবং ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা ব্রিজের ওপর থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।

গ্রাম পুলিশ কাওছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি শিশু চরে পড়ে আছে। মাথা থেকে হালকা রক্ত ঝরছিল। মাথার একটা অংশ ফাটা ছিল। শিশুটিকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাওছার আরও জানান, ঘটনাস্থলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার মধ্যে রক্ত মাখা কিছু পুরোনো কাপড় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়কার নাড়ি পাওয়া গেছে।

কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন জানান, ভোর ৭টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। শিশুটিকে জীবিত দেখে সঙ্গে সঙ্গে তিনি সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৪৫ মিনিটে শিশুটি মারা যায়।

আব্দুল বাসেত আল হারুন আরও জানান, সদর থানা-পুলিশের তত্ত্বাবধানে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। শিশুটির ময়নাতদন্ত শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে গুনাকরকাটিতে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক