Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে দুই নৌকার সংঘর্ষের ঘটনায় বেঁচে ফিরলেন ১৭ শ্রমিক, নিখোঁজ ১

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালীতে দুই নৌকার সংঘর্ষের ঘটনায় বেঁচে ফিরলেন ১৭ শ্রমিক, নিখোঁজ ১

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই সরদার (৪০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ১৭ জন শ্রমিক। 

নিখোঁজ উবাই সরদার ভেড়ামারা উপজেলার বাইশচর ইউনিয়নের দশমাইল এলাকার জালাল সরদারের ছেলে। 

এলাকাবাসী ও নৌকায় থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পাবনার সুজানগরের তারাপুর চর থেকে দুটি বালুবাহী নৌকা আগে-পিছে করে পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল ঘাটে যাচ্ছিল। পথে বিকেল ৪টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে আগের নৌকাটি স্রোতে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়। 

সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যান। পরে নদীতে সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক প্রাণে বেঁচে পাড়ে ফিরে এলেও উবাই সরদার নামে এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা নৌকা দুটি পৃথক পৃথক স্থান থেকে জব্দ করেছে। 

এ বিষয়ে প্রথম নৌকার শ্রমিক আলাউদ্দিন বলেন, ‘তারাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৪ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা স্রোতে উল্টে যায়। এ সময় অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে কিনারে ফিরেছি। কিন্তু উবাই এখনো নিখোঁজ রয়েছেন।’ 

অপর নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, ‘হঠাৎ আগের নৌকা স্রোতে উল্টে যায় এবং আমাদের নৌকার সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লেগে আমাদের নৌকাও উল্টে ডুবে যায়। নৌকায় আমরা চারজন ছিলাম। সবাই সাঁতরে ওপরে চলে এসেছি।’ 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুই নৌকার সংঘর্ষের ঘটনায় উবাই নামে একজন নিখোঁজ রয়েছেন বলে অন্য শ্রমিকেরা দাবি করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্ধার অভিযান চালানো হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।’ 

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু