Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে নৌকা ডুবে মা-ছেলে নিহত, নিখোঁজ ৪ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে নৌকা ডুবে মা-ছেলে নিহত, নিখোঁজ ৪ 

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন—মা নাজমা বেগম ও ছেলে তাছিম শেখ। এ ছাড়া আরও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।

প্রত্যক্ষদর্শীদে সঙ্গে কথা বলে জানা গেছে, নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন নবগঙ্গা নদী পার হচ্ছিলেন। ঘাট থেকে ছেড়ে কিছুদূর এগোনোর পরই নৌকাটি নদীতে ডুবে যায়। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিল। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক জন সাঁতরে তীরে উঠলেও চার-পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।’

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ