মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।
মোংলা নৌ-পুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, দুপুরে মোংলার পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নারীর লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ।
অজ্ঞাত লাশটি শনাক্তে লাশের আঙুলের ছাপ নিয়েছে পিবিআই। ময়নাতদন্তের জন্য দুপুরেই মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।