কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম মনি (৪০)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জহুরুল আলী গাজীর ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে মাদক মামলার পলাতক আসামি মনিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।