Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মনিরামপুরে শিশুকে ধর্ষণের মামলায় দাদা গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

মনিরামপুরে শিশুকে ধর্ষণের মামলায় দাদা গ্রেপ্তার
মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় দাদা লুৎফর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে মা তাদের দুই ভাইবোনকে ফেলে চলে যান। মাসখানেক আগে দাদা একবার শিশুটিকে ধর্ষণ করেছেন। এ ছাড়া একাধিকবার তিনি শিশুটির স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছেন। বিষয়টি পরিবারের লোকজন জানার পর পারিবারিকভাবে লুৎফর রহমানকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন।

ওসি বলেন, গত রোববার শিশুটির নানি তাঁদের দেখতে আসেন। ওই সময় শিশুটি দাদার বাড়িতে থাকতে আপত্তি তুলে নানির সঙ্গে চলে যেতে চায়। নানি কারণ জানতে চাইলে সে তার সঙ্গে ঘটে যাওয়া দাদার কথা জানান।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পরে সোমবার রাত ১১টার দিকে পুলিশ গিয়ে লুৎফর রহমানকে আটক করে শিশুটিকে হেফাজতে নেয়।

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, রাতেই শিশুটির চাচাতো নানি বাদী হয়ে দাদা লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তোলা হবে।

খুলনার পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

যশোরে অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দখল, দূষণে ৫ খাল নিশ্চিহ্নপ্রায়

স্কুলছাত্রীর মৃত্যু, মিশনারি ঘেরাও করে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

ভাতিজার ছুরিকাঘাতে চাচা জখম

যশোরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

১০০ থেকে ৫০০ তুলে দেওয়া হয় ২০ টাকা

৪২ কোটি টাকার অবৈধ সম্পদ: শাহীন চাকলাদারের নামে দুদকের মামলা

নাশকতার মামলা: খুলনার সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৪ আসামির সবাই খালাস

সুন্দরবন উপকূল থেকে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১