হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় অটোরিকশার চাপায় স্কুলশিক্ষিকা নিহত, শিক্ষার্থীসহ আহত ৫

লোহাগড়া ও নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী শিল্পী খানম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় শিক্ষিকার স্বামী মোটরসাইকেলচালক কাজী মহিউদ্দিন আহত হন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিল্পী খানম উপজেলার তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া গ্রামের বাসিন্দা এবং লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয়দের বরাত দিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজী মহিউদ্দিন স্ত্রী শিল্পী খানমকে তেঁতুলবাড়িয়া প্রাইমারি স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে রওনা হন। পথে রামকান্তপুর এলাকায় পৌঁছালে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল থেকে শিক্ষিকা পড়ে যান। এ সময় চলন্ত অটোরিকশা শিক্ষিকার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা চার মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকার নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার