হোম > সারা দেশ > খুলনা

তরুণদের দুইটা করে ভোটের সুযোগ থাকলে আমার টেনশন ছিল না: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

‘তরুণরা আমাকে পছন্দ করে। তাদের দুইটা করে ভোট দেওয়ার সুযোগ থাকলে তারা অনেক বেশি ভোট দিত, আমার টেনশনের কারণ ছিল না’— বলে মনে করেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারী)  রাতে প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। জেলার জামরুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তরুণ প্রজন্ম বেশি সাড়া দিয়েছেন জানিয়ে সাকিব বলেন, ‘তরুণদের নিয়ে খুব আশাবাদী। তারা আমাকে খুব পছন্দ করেছে। তাদের যদি দুইটা করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে তারা অনেক বেশি ভোট দিত। আমার টেনশনের কারণ ছিল না।’

সর্বোচ্চ ভোটের আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘অনেকে মাগুরার বাইরে থাকে। অনেক কারণে হয়তো তারা আসতে পারবে না। তাই যারা মাগুরায় আছে তারা আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
 
সাকিব বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তখন তো সবার জন্যই কাজ করব। দলমত-নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’

জাতীয় দলের ক্রিকেট দলের খেলোয়াড়দের মাগুরা আসার বিষয়ে সাকিব বলেন, ‘তাদের আমি কাউকে আসতে বলিনি। বেশিরভাগ এসেছে আমাকে ভালোবাসে তাই। আমার সঙ্গে অনেকে অনেক দিন খেলছে। সেই টানে মাগুরায়। আমি ফোন করে কাউকে মাগুরায় আসতে বলিনি।’

ভোটারের থেকে সেলফি শিকারি বেশি কি না— প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘যারা সেলফি তুলেছে তারা যদি ভোটারও না হন, তবে তাদের মা বাবা তো ভোটার। সে ক্ষেত্রে একদিকে ভোটের জন্য ভালো কিছু হয়েছে।’

সাকিব বলেন, ক্রিকেটার হিসাবে সাধারণ মানুষের সঙ্গে মেশা হয়নি। কিন্তু রাজনীতির মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছি, মানুষ আমাকে দেখছে, একটা পরিবর্তন দেখছে মানুষ।, 

জেলা আওয়ামী লীগ সুসংগঠিত আছে জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমার তাই মনে হয়েছে। বর্তমান সংসদ সদস্য শিখর ভাই ছিলেন তিনিও আওয়ামী লীগের মানুষ। আমি যা বুঝি এটা দলের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করে যেতে হবে। ক্রিকেট মাঠে আমি এমনই দেখেছি। আওয়ামী লীগের মতো বড় দলের কাছে আমি সব সময় সহযোগিতা পেয়ে আসছি।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন