হোম > সারা দেশ > খুলনা

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

যশোর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যক্তিকে দংশনের পর সাপটিকে মেরে হাসপাতাল নিয়ে আসেন এক ব্যক্তি। এ সময় সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত হয়ে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কুদ্দুস খান (৫৫) চিকিৎসাধীন আছেন। তিনি পেশায় কৃষক। 

কুদ্দুস খান বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এ ছাড়া পাশে থাকা পটোলখেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি।’ 

তিনি আরও বলেন, ‘এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানান। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হই। রাত ৪টার দিকে অ্যান্টিভেনম দেওয়া হয়।’  

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, ‘গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন