Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

যশোর প্রতিনিধি

রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যক্তিকে দংশনের পর সাপটিকে মেরে হাসপাতাল নিয়ে আসেন এক ব্যক্তি। এ সময় সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত হয়ে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কুদ্দুস খান (৫৫) চিকিৎসাধীন আছেন। তিনি পেশায় কৃষক। 

কুদ্দুস খান বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এ ছাড়া পাশে থাকা পটোলখেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি।’ 

jessore-2তিনি আরও বলেন, ‘এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানান। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হই। রাত ৪টার দিকে অ্যান্টিভেনম দেওয়া হয়।’  

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, ‘গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’

যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’