নড়াইল প্রতিনিধি
নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি, সেই মাঠে এসে বাল্যবন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত তিন দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে, যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে তিন থেকে চার দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন।
‘অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে, তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশা আল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।’
তিন তিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।