হোম > সারা দেশ > মাগুরা

আ.লীগ নিষিদ্ধের মিছিলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণ আটক

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় আ.লীগ নিষিদ্ধের মিছিলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণ আটক। ছবি: আজকের পত্রিকা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মাগুরা শহরে ইউসুফ (২২) নামের এক তরুণকে পুলিশের হাতে তুলে দিয়েছেন লোকজন। এ সময় ওই তরুণের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। আজ রোববার শহরের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক হোসাইন, রাবিক, মিনহাজ, তাওহীদ, সাদিয়া প্রমুখ।

পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন এলাকা থেকে ওই তরুণ (ইউসুফ) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেলে ছাত্র-জনতা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। এরপর পুলিশ এসে তরুণকে উদ্ধার করে।

এ সময় লোকজন জানায়, সে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তাঁকে গণধোলাই দিতে গেলে পুলিশ ছাত্রদের বোঝাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাগুরা সেনাক্যাম্প থেকে তিন গাড়ি সেনাসদস্য এসে তরুণকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

তখন ছাত্রদের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক তরুণের নামে কোনো মামলা না থাকলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর কলেজের প্রধান ফটকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তরুণের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেন।

আটক তরুণ ছাত্রলীগের কর্মী কি না তা নিশ্চিত নয় বলে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর বাড়ি শহরের মধ্যেই বলে জেনেছি। তাঁর বাবার একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার