হোম > সারা দেশ > ঝিনাইদহ

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তাঁর 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামের এক গার্মেন্টস শ্রমিক মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর স্টেশনের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন, না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়েছেন—তা এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। ওই গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সঙ্গে তিন মাস আগে তাঁর বিয়ে হয়। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

আমিরুল ইসলাম নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন মানিক মিয়া। বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মানিক মারা গেছেন। তাঁর মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তাঁর কাছে থাকা ২ হাজার ৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এই টাকা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার