হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে দেড় কোটি টাকা ঋণ পেলেন ৩২ নারী উদ্যোক্তা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ৩২ জন নারী উদ্যোক্তার মধ্যে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে উদ্যোক্তাদের এক সমাবেশে এই ঋণের চেক বিতরণ করা হয়।

রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস. এম. হাসান রেজা।

উপস্থিত ছিলেন–বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পিএলসি বাগেরহাটের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট অঞ্চলের মুখ্য ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডল প্রমুখ।

আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য সকল ব্যাংক কর্তৃপক্ষকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার অনুরোধ জানান আয়োজকেরা।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন