Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দেশে ফিরল ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৪০ কিশোর-কিশোরী

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশে ফিরল ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৪০ কিশোর-কিশোরী

ভারতে বিভিন্ন সময় পাচার হওয়া বাংলাদেশি ৪০ কিশোর-কিশোরীকে ৭ বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকতা শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তাদের তুলে দেওয়া হয়। 

আইনি সহায়তা দিতে বাংলাদেশি ৩টি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের গ্রহণ করেছে। ফেরত আসা কিশোরদের একনজর দেখতে সীমান্তে ভিড় করেন স্বজনেরা। সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবকেরা। ফেরত আসাদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর, সাতক্ষীরা, ঢাকা, সিলেট ও কক্সবাজারসহ জেলার বিভিন্ন জেলায়। 

জানা যায়, ভালো কাজের প্রলোভনে প্রতিদিন দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে পাচার হয় অনেক বাংলাদেশি। আজ পাচারের শিকার এমন ৪০ জন দেশে ফেরে। সাত বছর আগে দেশের বিভিন্ন সীমান্তপথে এদের ভারতে পাচার করা হয়েছিল। দালালের আস্তানায় অন্ধকার জীবনে কাটে বছরের পর বছর। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময়, কেউ দালালের হাতে প্রতারিত হয়ে আবার কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় ধরা দেয় পুলিশের হাতে। পরে আদালত থেকে ভারতীয় মানবাধিকার সংস্থার কর্মীরা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। সেখান থেকে তথ্য যাচাইয়ের পর দুই দেশের সহযোগিতা নিয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন তাদের দেশে ফেরত পাঠাতে সহযোগিতা করে। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ফেরত আসা শিশুদের মধ্যে যাদের অভিভাবক এসেছের তাদের অভিভাবকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের আইনি সহায়তায় এনজিওর হাতে তুলে দেওয়া হবে। 

এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারিদের সনাক্ত করে আইনীসহয়তা চায় দেওয়া হবে। 

ভারতীয় এনজিও কর্মকর্তা অরুনিমা দাশু বলেন, ফেরত আসা শিশুদের আইনী সহয়তা দিতে মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ার ১৮ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জন ও রাইটস যশোর ১৫ জন শিশুকে গ্রহণ করেছে। শিশুদের স্বদেশ প্রত্যাবাসে সহযোগিতা করতে পারায় আনন্দিত। সহযোগিতার জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ। 

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে ৪০ কিশোর-কিশোরীকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। দুই দেশের সরকারের সহযোগীতায় এটা সম্ভব হয়েছে।

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

‘মেয়ের শ্বশুরবাড়ির ছাওয়ালগুলোর চরিত্র ভালো না, আমরা জানতাম না’

মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবি

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল