হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে মেছো বিড়াল ও শাবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বিড়াল ও শাবক আটক করেছেন গ্রামবাসী। গতকাল রোববার রাতে ফাঁদ পেতে আটক করা হয়। এর আগে একটি বাচ্চাও আটক করেন তাঁরা। এ ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ মেছো বিড়াল ও শাবককে এক নজর দেখতে ভিড় করেন। 

এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর মাঠের পাশে অদ্ভুত ডাকাডাকির শব্দ শোনা যায়। রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের কাঠের ঘরে একটি মেছো বিড়ালের শাবক পাওয়া যায়। পরে কেউ যেন ক্ষতি করতে না পারে এ কারণে শাবকটিকে নিরাপদে তাঁর বাড়িতে রাখা হয়। 

সোলাইমান মোল্লা বলেন, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবকটি আরও বেশি ডাকাডাকি করতে থাকে। পরে রাতে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রাখা হয়। গভীর রাতে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী এক সঙ্গে গিয়ে দেখি বিশাল একটি মেছো বিড়াল আটকা পড়েছে। পরে প্রশাসনের লোকদের জানানো হয়েছে। 

হরিণাকুণ্ডু বন বিভাগের কর্মকর্তা (নার্সারি বিভাগ) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। তাঁরা শাবকসহ মা মেছো বিড়ালটি খাঁচায় আটকে রেখেছিল। এগুলো উদ্ধার করে একটি নির্জন জায়গা অবমুক্ত করা হবে। 

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার