হোম > সারা দেশ > যশোর

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা বাবর আলী বাবু। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে চার বছরের নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে বাবর আলী বাবু (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার বাবর আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে তাঁর ওপর যৌন নিপীড়ন চালান। ঘটনার সময় বাবর আলীর বাড়িতে গোয়ালা দুধ নিতে এলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা বলেন। এরপর এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনগণ বাবর আলীকে আটকে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বাবর আলী সম্পর্কে শিশুটির দাদা হন। যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা বাবর আলীকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করেছি।’

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই