Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

থানা থেকে ফিরে আবার ভাবি ও ভাতিজিকে পেটানোর অভিযোগ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

থানা থেকে ফিরে আবার ভাবি ও ভাতিজিকে পেটানোর অভিযোগ

থানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই অভিযোগকারী ভাবি ও তাঁর ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নূর আমিন তৃতীয় দফায় পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের মাসালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। 

আহত গৃহবধূ বিলকিস (৩২) ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুবায়ারকে (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের ওপর তৃতীয় দফায় হামলার অভিযুক্ত হলেন গৃহবধূর দেবর নূর আমিন। এর আগে প্রথমবার নির্যাতনের ঘটনায় নূর আমিনের নামে থানায় অভিযোগ করা হয়েছিল। 

আহত গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সকাল থেকে দেবর নূর আমিন ওই তাঁকে দফায় দফায় বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় তিনি খোকসা থানায় অভিযোগ করেন। পর দিন থানা-পুলিশ তাঁর দেবর নূর আমিনকে আটক করে। বৃহস্পতিবার থানায় বসে সালিসের পর দেবর নূর আমিন ছাড়া পান। পরে বাড়ি ফিরে ভ্যান থেকে নেমেই গৃহবধূর ওপর দ্বিতীয় দফায় আবার হামলা চালায় দেবর নূর আমিন। শনিবার সকালে আবারও গৃহবধূ বিলকিস এবং তাঁর ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের ওপর তৃতীয় দফায় হামলা চালায় দেবর ও তাঁর লোকেরা। পরে স্থানীয়রা গৃহবধূ ও তাঁর মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ভুক্তভোগী গৃহবধূর স্বামী নূর আলী জানান, তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর স্ত্রী ও মেয়ের ওপর ভাই নূর আমিন দফায় দফায় হামলা করেছে। তাঁর স্ত্রী থানায় অভিযোগ দিয়ে প্রতিকারের বদলে দ্বিতীয় ও তৃতীয় দফায় মারা খেয়েছে। তবুও তিনি থানার পুলিশের ওপর ভরসা রেখে আবার মামলা করতে চান। 

এ বিষয়ে অভিযুক্ত নূর আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে রাজি হননি। 

গৃহবধূর কাছ থেকে প্রথম অভিযোগ নেওয়া পুলিশের সহকারী পরিদর্শক (এস আই) আজিজ বলেন, ‘দুই পক্ষ সমাধান করে বাড়ি গিয়ে আবার মারামারি করেছে বলে জেনেছি। আহত গৃহবধূর পক্ষ থানায় এসেছিল। মামলা দিলে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।’

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর