হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় বাঁশের মোথা তোলা নিয়ে ঝগড়া থেকে চাচার হাতে কিশোর খুন 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর শিক্ষার্থী সুমন আলী (১৫) নামে এক কিশোর আপন খালাতো চাচার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ২ টায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই সোহাগ বাদী হয়ে ভেড়ামারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। 

স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের  মফিজ উদ্দিনের ছেলে নিহত সুমনের পিতার খালাতো ভাই আল আমিন (২৫) ও আলিম (২৩) বাঁশ বাগানে মোথা তুলতে থাকে। এ সময় সাদুল্লার ছেলে সুমন আলী (১৫) বাধা দিতে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরুর এক পর্যায়ে সুমনকে তাঁরা শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে হাসপাতালে মারা যায়।

সুমনের পিতা মো. সাদুল্লা বলেন, ‘রোববার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে দেখি বাড়ির পাশে বাঁশ বাগানের মধ্যে হট্টগোল হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার আপন খালাতো ভাই আলামিন, আলিম ও তাঁর সহযোগীরা আমার বাঁশবাগানে মোথা তুললে আমার ছেলে সুমন মোথা উঠাইতে নিষেধ করছিল। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। আমি ঠেকাইতে গেলে আমাকেও মারধর করে।’

পরে এলাকাবাসী ছুটে এলে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুমনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ৯ টায় সুমন মারা যায়।

ভেড়ামারা থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘নিহতের ভাই সোহাগ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আসামিরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন