নড়াইলে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের জালাল মোল্লার ছেলে ও মেয়ে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘেরের পাড় ধরে বাবা জালাল মোল্লা একটু দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মা বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছু সময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।