শোকাবহ আগস্টের প্রথম প্রহরে যশোর জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ১৫ আগস্টে নির্মমভাবে হত্যার শিকার সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
আজ সোমবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা ছাত্রলীগের আয়োজনে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ওরফে পল্লব জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন ও তরিকুল ইসলামসহ যশোর জেলা, যশোর পৌর ও যশোর সদর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ দিকে রাত ১২টা ১ মিনিটে চৌগাছা উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন করেছেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজের নেতৃত্বে ছাত্রলীগ নেতা হাফিজ আল আসাদ, জয়ন্ত কুন্ডু, অনিক কুমার, অন্তু, তরিকুল ইসলাম প্রমুখসহ ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।