হোম > সারা দেশ > খুলনা

ইভিএমে ভোট হবে, ডানে-বামে করার সুযোগ নেই: ইসি আহসান হাবিব 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘এখানে (কেশবপুরে) ইভিএমে ভোট হবে, ডানে-বামে করার সুযোগ নেই। যে প্রার্থী বেশি ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন।’ 

আজ মঙ্গলবার পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ভোটার উপস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই, উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিত হবে। এই গরমের মধ্যে অন্যান্য স্থানে বিভিন্ন ভোট হচ্ছে। সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই ভালো।’ 

এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রথম ধাপে আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৭৭৫ জন, নারী ভোটার এক লাখ ৯ হাজার ১৭৭ জন এবং হিজড়া দুজন। মোট ভোটকেন্দ্র ৯৫ টি।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন