হোম > সারা দেশ > যশোর

ইভিএমে ভোট হবে, ডানে-বামে করার সুযোগ নেই: ইসি আহসান হাবিব 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘এখানে (কেশবপুরে) ইভিএমে ভোট হবে, ডানে-বামে করার সুযোগ নেই। যে প্রার্থী বেশি ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন।’ 

আজ মঙ্গলবার পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ভোটার উপস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই, উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিত হবে। এই গরমের মধ্যে অন্যান্য স্থানে বিভিন্ন ভোট হচ্ছে। সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই ভালো।’ 

এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রথম ধাপে আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৭৭৫ জন, নারী ভোটার এক লাখ ৯ হাজার ১৭৭ জন এবং হিজড়া দুজন। মোট ভোটকেন্দ্র ৯৫ টি।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের