Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় আইসোলেশন থেকে রোগী পালানোর ঘটনায় ওয়ার্ডবয়কে শোকজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আইসোলেশন থেকে রোগী পালানোর ঘটনায় ওয়ার্ডবয়কে শোকজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এক রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত ওয়ার্ডবয় আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯ জানুয়ারি বুধবার রাতে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ওয়াহেদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত বছরের ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।  

গত মঙ্গলবার (১৮ জানুয়ারি, ২০২২) সকালে খাবার পরিবেশনকারী খাবার দিতে এসে দেখেন আইসোলেশন ওয়ার্ডে আবুল কালাম আজাদ নেই। তিনি বিষয়টি সদর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ সারা দিন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। 

এ প্রসঙ্গে ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, গত মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ করোনার নমুনা পরীক্ষার জন্য রেড জোন থেকে বের হন। রাতে চিকিৎসক-নার্সেরা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তিনি তাঁর সিটে ফেরেননি। এ ঘটনায় ওই ওয়ার্ডে ডিউটিরত ওয়ার্ডবয়কে শোকজ করা হয়েছে। 

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, আবুল কালাম আজাদের নাম-পরিচয় ও পাসপোর্ট নম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তাঁকে শনাক্ত করে আইসোলেশন নিশ্চিতের জন্য অনুরোধ করা হয়েছে। 

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ