Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে অবৈধ ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অবৈধ ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ 

নড়াইলের কালিয়া উপজেলার নয়টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে মালিকদের থেকে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়া। 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া কাঁচা ইট ট্রাক্টরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সব ভাটা মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

এদিকে চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় স্থাপিত অবৈধ করাতকল ভেঙে দেওয়া হয়। এসব ভাটা মালিকদেরকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু