Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মাটিতে খুঁড়ে পাওয়া সেই কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাটিতে খুঁড়ে পাওয়া সেই কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান। 

তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। 

মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা। 

গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন। 

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে