ভ্যানে বসে চা পানের সময় ট্রাকের চাপা, বৃদ্ধ নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৪, ১৫: ৫৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. কুদ্দুস গাজী (৭১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, কুদ্দুস গাজী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হন। 
আজ সকাল সাড়ে ৬টার দিকে কুদ্দুস গাজী বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যানের ওপর বসে চা পান করছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুদ্দুস গাজীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ