হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিদ্যুৎ বিল দেয় না কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, বকেয়া ৬৬ লাখ টাকা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী। 

ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’

ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের