ভারত থেকে আমদানিকৃত ভবন তৈরির মালামাল চুরি করে পালানোর সময় বেনাপোল স্থলবন্দর থেকে দুই জনকে আটক করেছেন আনসার সদস্যরা। আজ বুধবার বিকেলে স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে তাদের আটক করে বন্দরের নিরাপত্তা কর্মীরা। আটক ব্যক্তিরা হলেন মো. সাজু শেখ (৩৫) ও মো. ইছাক আলী (৩২।
তাঁদের মধ্যে মো. সাজু শেখের বাড়ি বেনাপোলের ছোটআঁচড়া এলাকায় এবং মো. ইছাক আলীর বাড়ি ভবেরবেড় এলাকায়। বন্দরের আনসার কমান্ডার সাকিবুজ্জামানের আজকের পত্রিকাকে বলেন, ‘গোপনে বন্দরে প্রবেশ করে মালমাল নিয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থান গ্রহণ করা হবে।’