Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরের ৮ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরের ৮ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

যশোরের কেশবপুরে বীর নিবাস পাচ্ছেন অসচ্ছল আট বীর মুক্তিযোদ্ধা। তাঁদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বাসস্থানগুলো তৈরি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার। 

আট বীর মুক্তিযোদ্ধা হলেন—উপজেলার চিংড়া গ্রামের আব্দুল লতিফ, সাগরদাঁড়ি গ্রামের নিমাই দেবনাথ, ভরত ভায়না গ্রামের কালিপদ মণ্ডল, মহাদেবপুর গ্রামের আবুল কাশেম, সুজাপুর গ্রামের মোবারক হোসেন হাওলাদার, হাড়িয়াঘোপ গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, পাত্রপাড়া গ্রামের আবুল হোসেন সরকারের স্ত্রী আশরাফুন্নাহার ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির। 

জানা যায়, প্রতিটি বীর নিবাসের নির্মাণব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এরই মধ্যে কাজের টেন্ডার সম্পন্ন করে যশোরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব বুঝে নিয়েছে। 

যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেশবপুরের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, সম্প্রতি কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল বীর নিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়েই কাজ শুরু হবে। 

ঈদে খাবারের জন্য বরাদ্দ মাত্র ১৫০ টাকা

মার্চেই যশোরে তাপমাত্রা উঠল ৪১ ডিগ্রি

খুলনায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ভবন কর্তৃপক্ষের জিডি

তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ

যবিপ্রবির সাবেক ভিসি ড. আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল মা–ছেলের, হাসপাতালে বাবা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

আবরারের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবি

বেনাপোল বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদের পোশাক কেনা হলো না বিপুলের, সড়কে গেল প্রাণ