হোম > সারা দেশ > খুলনা

যশোরে যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরে দুর্বৃত্তদের গুলিতে মোহম্মদ আলী (৩০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা সদরের বাহাদুরপুর এলাকার তেঁতুলতলায় তিনি হামলার শিকার হন। গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের নেতা হুমায়ুন কবীর তুহিন বলেন, গত বুধবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর নির্বাচনী কর্মী ছিলেন মোহম্মদ আলী। তাঁর বিজয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপশহরের ই-ব্লকে প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই আয়োজন সেরে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তদের গুলিতে আলী জখম হন। 

নিহতের বাবা মবজেল হোসেন বলেন, পাশের কিসমত নওয়াপাড়ার সাবেক চরমপন্থী ও বর্তমানে বিএনপির কর্মী নবাব তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজায়েত বলেন, হাসপাতালে আসার আগেই আলীর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন এবং র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় আছে কি না, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামি আটকের চেষ্টা চলছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন