কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের দাবি, আটক যুবক নিজের নাম আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিলেও পরে একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এস আই নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মাধব সাহা ও পলাশ সাহা জানান, তাঁরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই যুবক বাঁশের লাঠি দিয়ে কালীমন্দিরের গ্রিলের মধ্যে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করছে। তাঁরা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তাঁকে আটক করেন। এরপর স্থানীয়রা এসে তাঁকে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি প্রথমে একটি বাঁশের লাঠি দিয়ে কালীপ্রতিমাগুলো গ্রিলের কাছে টেনে আনে, পরে সে হাত, পা, মুখমণ্ডল ভাঙচুর করতে থাকেন।
উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।’
পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা সবার সঙ্গে কথা বলেছেন। আটক যুবকের আচরণ অস্বাভাবিক এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।