Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়। 

নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। 

সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর