Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ১ 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ১ 

মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিরাজ হোসেন (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মিরাজ হোসেন নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোকলেস হোসেনের ছেলে। তিনি নহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছে দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মো. সাব্বির হোসেন। 

পুলিশ ও নিহতের চাচা ইখলাছুর রহমানের সূত্রে জানা যায়, মিরাজ ও সাব্বির মোটরসাইকেলে রাজাপুর হয়ে মাগুরা যাচ্ছিল। রাজাপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীই সড়কে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মিরাজ হোসেন মারা যান। সাব্বির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মহম্মদপুর থানার ওসি বোরহান-উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট