হোম > সারা দেশ > খুলনা

মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় উৎপল সাহা (৪২) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘মা-বাবাকে ভরণপোষণ দিতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎপল সাহাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালে উৎপল সাহার স্ত্রী মৌসুমী সাহা আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় উৎপল সাহার করা মামলায় তাঁর মা-বাবা কারাগারে যান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি দখল করে নেন এবং বেশ কয়েক দিন আগে মা-বাবার কাছে পুনরায় সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। এ কথা না শোনার কারণে তিনি বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বন্ধ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। 

ছেলের নির্যাতন সইতে না পেরে দিনবন্ধু সাহা গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ উৎপল সাহাকে গ্রেপ্তার করে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন