হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীর ভাইকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২২: ৩৩
প্রতীকী ছবি

নড়াইলে স্ত্রীর ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ফকির (৫৫) কালিয়ার নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত রুকু শেখও একই গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কুদ্দুসের স্ত্রী চায়না বেগম সংসার ছেড়ে চলে গেলে কুদ্দুসের সঙ্গে চায়নার ভাই রুকুর দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে ২০২১ সালের ৩ ডিসেম্বর কুদ্দুস শাবল দিয়ে আঘাত করে রুকুকে গুরুতর জখম করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই দিন রাতে রুকুর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন।

লাঙল-জোয়াল-মাথাল নিয়ে সমাবেশে ঢল কৃষকের

চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

ছাত্রলীগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পর ইউপি কার্যালয়ে তালা দিল ছাত্রদল

১৫ মিনিটে ১৮ লাখ টাকার টায়ার চুরির মামলায় ১৫ দিনেও অগ্রগতি নেই