হোম > সারা দেশ > মাগুরা

চুরির অভিযোগে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে গরু চুরির অভিযোগ এনে আরিফুল মোল্যা (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলার কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে। আরিফুল পেশায় কৃষিশ্রমিক। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম ডি গোলজার রহমানের সঙ্গে ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরাধ চলছে। গোলজার রহমানের সমর্থক আরিফুল মোল্যা পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে রবিউল ইসলামের সমর্থক আকির ও মিলনের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে গেলে তাঁরাও হামলায় আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্ত্রী রাশেদা বলেন, তিন দিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি যায়। এ ঘটনায় আরিফুলকে দোষারোপ করে একটি পক্ষ। গতকাল বুধবার সন্ধ্যায় সালিস বৈঠক বসে। তবে তাঁর স্বামী গরু চুরির সঙ্গে জড়িত নন।

সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। পরে ফোনে খুনের বিষয় জানতে পারি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানিন না।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার