হোম > সারা দেশ > খুলনা

যশোরে ভেজাল লুব্রিকেন্ট গুদাম শনাক্ত করলেন শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ভেজাল লুব্রিকেন্ট (মবিল) গুদাম শনাক্তের পর সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এ অভিযান চালান।

জানা গেছে, শিক্ষার্থীরা ভেজাল লুব্রিকেন্ট গুদাম শনাক্ত করেন। তাঁরা গুদামে গেলে কর্মচারীরা তাঁদের লাঞ্ছিত করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই ভেজাল মবিলের গুদামে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই গোডাউনের মালিক গোলাম মোস্তফাকে ভেজাল মবিল রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্ধারিত সময়ে জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে তাঁকে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হবে।

শিক্ষার্থীরা জানান, স্থানীয়দের অভিযোগ আজ বেলা ১১টার দিকে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে শিক্ষার্থী তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা লাঞ্ছিত করেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দিপাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান ও বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউনের মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে ৷

তিনি আরও বলেন, অভিযানের সময় র‍্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন