Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সোহান, সম্পাদক সুইট

ইবি প্রতিনিধি

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সোহান, সম্পাদক সুইট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলা বিভাগের ২০২০-২১ মাস্টার্সের শিক্ষার্থী ইমানুল সোহান, সাধারণ সম্পাদক হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের মোখলেসুর রহমান সুইট। আজ শুক্রবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মাহমুদুল হাসান, সহকারী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যক্ষ নূর আলম, দপ্তর সম্পাদক আহসান হাবীব রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ গালিব।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদীয়া মাহমুদ মীম, সমাজকল্যাণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী ইমন, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান। কার্য নির্বাহী সদস্য হিসেবে আছেন, জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন ও মামুন হাবিব।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইমানুল সোহান বলেন, ‘সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সংগঠনের স্বার্থে আমরা একযোগে কাজ করে যাব।’

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক