হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

কৃষিপণ্য পরিবহনে চার দফা দাবিতে চুয়াডাঙ্গায় কৃষক জোটের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।

চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা। 

মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি। 

তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়। 

কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন। 

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার