Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে মাঠ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে মাঠ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে মো. খাইরুল বাশার (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পিয়ারাতলার জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পেছনের মাঠে এ ঘটনা ঘটে। 

মো. খাইরুল বাশার জীবননগর উপজেলার পিয়ারাতলা এলাকার মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে খায়রুল বাশার বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফেরেননি। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পেছনের মাঠে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

স্থানীয় বাসিন্দারা আরও জানান, খাইরুল বাশার মাদকাসক্ত ছিলেন। গতকাল রাতে অতিরিক্ত নেশা করে থাকতে পারেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন। পরে জীবননগর থানা-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালে পাঠায়।

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন