হোম > সারা দেশ > খুলনা

এসএসসিতে যশোর বোর্ডে টানা ৩ বছর শীর্ষে সাতক্ষীরা

যশোর প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশ সেরা হয়েছে যশোর বোর্ড। এ বছর এসএসসির ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারও ভালো ফলে শীর্ষ স্থান দখলে রেখেছে সাতক্ষীরা জেলা। 

সাতক্ষীরা জেলা থেকে ৯৬ দশমিক ১২ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। গত বছরও এই জেলা থেকে ৯১ দশমিক ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছিল। আর ২০২২ সালেও ৯৭ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে সেরা ছিল এই জেলাটি। অর্থাৎ টানা তিন বছর শীর্ষস্থান ধরে রেখেছে সাতক্ষীরা জেলা। আর পাসের হারের ভিত্তিতে বোর্ডের ফলাফলে তলানিতে নেমে গেছে মেহেরপুর জেলা। তাদের পাসের হার ৮৪ দশমিক ৯৬ ভাগ। গত বছর ষষ্ঠ হওয়া জেলাটির পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৩। 

আজ রোববার বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। যশোরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

বোর্ডের তথ্য অনুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে খুলনা জেলা। খুলনা থেকে ৯৪ দশমিক ৬০ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গত বছরও দ্বিতীয় অবস্থানে থাকা এই জেলার পাসের হার ছিল ৯০ দশমিক ২১ ভাগ। 

গত বছর দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে নেমে যাওয়া যশোর জেলা এবারও একই অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানের এই জেলার পাসের হার ৯৪ দশমিক ২২। গত বছর এই জেলা থেকে ৮৭ দশমিক ৫৩ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। 

টানা দুই বছর তলানিতে থাকা নড়াইল জেলা এবার চতুর্থ স্থানে উঠে এসেছে। এ বছর এই জেলার পাসের হার ৯৩ দশমিক ২৪। গত বছর এই জেলায় পাসের হার ছিল ৮০ ভাগ। 

গত বছর চতুর্থ স্থান থেকে পঞ্চম অবস্থানে নেমে গেছে কুষ্টিয়া জেলা এবার পঞ্চম অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৯১ দশমিক ৩৫ ভাগ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ২১ ভাগ। গত বছর একধাপ এগিয়ে চতুর্থ স্থানে যাওয়া বাগেরহাট জেলা এবার দুই ধাপ নিচে নেমে ৬ ষষ্ঠতে রয়েছে। এই জেলার পাসের হার ৯১ দশমিক ২৭ ভাগ। গত বছর এই জেলার পাসের হার ছিল ৮৬ দশমিক ৬ ভাগ। 

আর গত বছর অষ্টম অবস্থান থেকে নবম অবস্থানে নেমে যাওয়া মাগুরা জেলা এবার দুই ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে উঠে এসেছে। এই জেলার পাসের হার ৯১ দশমিক ৯। গত বছর এই হার ছিল ৮০ দশমিক ৯৮। গত বছর ৬ষ্ঠ থেকে সপ্তমে নেমে যাওয়া চুয়াডাঙ্গা জেলা এবার আরও একধাপ নেমে অষ্টম হয়েছে। এই জেলার পাসের হার ৯০ দশমিক ৮২ ভাগ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ৪৫ ভাগ। 

গত বছর একধাপ এগিয়ে অষ্টম স্থানে আসা ঝিনাইদহ জেলা এবার একধাপ নিচে নেমে নবম স্থানে ফিরে গেছে। এই জেলার পাসের হার ৮৯ দশমিক ৫৯ ভাগ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৪ ভাগ।

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

সেকশন