হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কলেজছাত্রের

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল মামুন সমাদ্দার (২১) নামে এক কলেজছাত্রের। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল-গোবরা সড়কের সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মামুন কাড়ার বিলের ব্রিজ পার করছিল। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটিকাটার শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামুনের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শ্রমিক কাজেম আলীকে (৩৫) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার