দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে কুষ্টিয়ার কুমারখালীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। পাইকারি হাটে প্রতি কেজি পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায় এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর পচা-আধা পচা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। যার দাম গত সপ্তাহে ছিল প্রায় অর্ধেক। এতে চরম বিপাকে পড়েছেন ভোক্তারা।
তবে এক দিনের ব্যবধানে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের। আজ রোববার খুচরা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। যা গতকাল শনিবার ছিল ১০০ টাকা।
জানা গেছে, প্রতি রোববার উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয়ের মাঠে বসে সাপ্তাহিক পেঁয়াজের হাট। সকাল সাড়ে ১০টায় সরেজমিন দেখা যায়, কৃষক বা বিক্রেতা নেই। ব্যবসায়ীরা পেঁয়াজ বস্তায় ভরার কাজ করছেন। অনেকটা সুনসান নীরব পরিবেশ।
এ সময় স্থানীয় ব্যবসায়ী আল মামুন বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। আজ প্রতি কেজি পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। আর পচা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে।
তাঁর ভাষ্য, মানুষের ঘরে পেঁয়াজ মজুত না থাকায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে।
হাট পরিচালনা কমিটির সদস্য সোহরাব উদ্দিন বলেন, ‘পেঁয়াজের মৌসুমে ৮ থেকে ১০ হাজার মণ পেঁয়াজ আমদানি হতো। সেখানে আজ মাত্র ১৫০ মণ পেঁয়াজ এসেছে হাটে। গত সপ্তাহে সর্বোচ্চ ৪ হাজার টাকা মণ বিক্রি হলেও আজ হয়েছে ৭ হাজার ৮০০ টাকায়।’
কুমারখালী তহবাজারের কাঁচামাল বিক্রেতা মজনু শেখ বলেন, ‘কারও কাছে পুরোনো পেঁয়াজ নেই। নতুন পেঁয়াজ ১৫০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা। আজ ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো কারসাজি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’